প্ৰেমে দক্ষতা ও নিপুনতা
একমাত্র ভালোবাসা- ই আবিষ্কার করিতে পারে -তাহার প্রিয় কেমন করিয়া জীবন ,যশ ,প্রীতি ও বৃদ্ধিতে উন্নত হইয়া তাহার পারিপার্শ্বিক কে উচ্ছল হইতে পারে ,-তাই ,প্রেম বা ভালোবাসা-ই মানুষে সহজ ঞ্জানের সমাবেশ করিয়া দক্ষতা ও নিপুণতার সহিত তাঁহাকে বাস্তবতায় প্রতিষ্ঠিত করে !
চিন্তা -বিলাসী
যখনই দেখিবে তোমার যে -কোন চিন্তা ও চলন কর্ম্মকে ডাকিয়া আনে না বা তাহাতে লাগিয়াও থাকে না -বুঝিও তাহা তোমার চিন্তা বা কল্পনার -ই বিলাসিতা !
খাঁটি চাওয়ার কষ্টিপাথর
তোমার কোন চাওয়ার জন্য বিপরীত প্রবৃত্তিগুলি কে তাচ্ছিল্য করতে পারছ না - এই হচ্ছে জানার উপায় যে তোমার চাওয়া খাঁটি নয় ! লেগে -থাকো যেমন করে বা যেমন হলে তাকে পেতে তার ধার দিয়ে যাচ্ছে না বা যেতে কষ্ট হচ্ছে ,- নির্ঘাত বুঝবে -তোমার চাওয়া তো খাঁটি নয় -ই ,বরং তা চাওয়ার বিলাসিতা মাত্র !
জয়ে প্রয়োজন -পূরণ
জয়ই যদি করিতে চাও বাহ্যিক শক্তিচালনায় অভিভূত করিয়া নয়, - তাহার প্রয়োজনপূরণে তুমি মুখর ও বাস্তব হইয়া দাড়াও !
পারায় 'হাঁ '
পারা আর না -পারার মধ্যে ততটুকু তফাৎ যতটুকু 'হাঁ ' আর 'না ' র ভিতর ;-- পারাতে যে 'না 'কে ডেকে আনে না ,যারা পারা সম্বন্ধে কোন প্রশ্ন নেই অথচ করাকে অবলম্বন করে ,--করার আনন্দে কোন -কিছুতে থেমে যায় না , সে পারে !
পারায় 'না '
আর ,পারার চিন্তাকে যে 'না 'কে ডেকে এনে ক'ষে নিতে চায় 'না ' যার এত বিশ্বস্ত !- 'না 'কে বাদ দিয়ে যার কোন ভাব ,কোন চিন্তা ,কোন কর্ম্ম -চালনাই হয়ে ওঠে না ,পারা বা করার সাজ -সরঞ্জাম সে যতই করুক না কেন ,তার সবটাই 'না ' টাকে আলিঙ্গন করে অবশ হয়ে ঘুমিয়ে পড়ে !
---------- চলার সাথী
No comments:
Post a Comment