কাজ -পন্ডকরনে দীর্ঘসূত্রতা
দীর্ঘসূত্রতা আলস্যেরই সম্বন্ধী -কাজ পন্ড করার গুরুঠাকুর ! - যাহা করণীয় তৎক্ষণাৎ করিয়া দীর্ঘসূত্রতাকে বিদায় করিও ; -দক্ষতা ও কার্য্যসিদ্ধি তোমার অনুচর হইবে !
লোভ
যথোপযুক্ত প্রয়োজনকে অতিক্রম করিয়া অতিরিক্তে উদগ্রীব আকাঙ্কাকেই লোভ বলা যাইতে পারে ;- তুমি ঐ অতিক্রম হইতে সাবধান থাকিও ,কারন ,উহা তোমাকে অবসন্নতায় চালাইয়া মৃত্যুতে নিঃশেষ করিতে পারে !
ক্রোধে দুর্দ্দশা
ক্রোধ যাহাকে ক্ষিপ্ত করিয়া স্বার্থন্ধতার অবস্থায় অন্যকে ব্যাহত করায় , দুর্দ্দশা দিগ্বিজয়ী হইয়া অট্টহাস্যে তাহার অনুসরণ করে !
স্বার্থ
যাহা হইতে পাওয়া ঘটিতেছে --তাহাকে পূরণ করিয়া ,উচ্ছল করিয়া পাওয়াকে অবাধ করাই স্বার্থের তাৎপর্য্য ; - পাওয়ার উৎসকে পূরণ না করিয়া গ্রহণ যেখানে মুখর হইয়াছে ,স্বার্থ সেখানে ভ্রান্তির কবলে পড়িয়া ম্লান ও মুহ্যমান নিশ্চয় !
চৌর্য্যের পরিণতি
চুরি করিও না ; - চাহিদায় ঘৃষ্ট বৃদ্ধিবৃত্তি কাহাকেও উদ্বৃত্ত না করিয়া অন্যায্যভাবে ,অঞ্জাতসারে পরিপূরিত হইতে চায় তাহাই চৌর্য ; চৌর্য্য বুদ্ধিবৃত্তি দিন-দিন অন্যের ক্ষতি করিয়া অপকর্ষের দিকে উধাও হয় বলিয়া অর্থাৎ ,করার ভিতর দিয়া যেমন ক্রিয়া চাহিদাকে পূরণ করিলে বোধ ও জ্ঞানের উন্মেষ তাহা পাওয়া যায় - তাহাই চৌর্য্যে আহত ও অবসন্ন হইয়া অধর্ম্মকে আলিঙ্গন করে বলিয়া এত ঘৃণ্য ,এত পাপ ,এত হীনতা - তাই বলি , এই চৌর্য্যবুদ্ধিকে প্রশ্রয় দিয়া তোমার ও তোমার পারিপার্শ্বিকের সৰ্ব্বনাশ করিও না ,সাবধান হও !
রিপুদমনে
কামক্রোধাদি রিপুগনকে দমন করিবার প্রয়াসে বিব্রত হইয়া উঠিও না - ঐ বিব্রত ভাব উহাদিগকে প্রতিষ্ঠাই করে ;বরং উদ্দীপ্ত রিপুকে এমন কোন ও চিত্তকর্ষক বিষয় বা ভাব নিয়োজিত হইয়া নিরস্ত কর যেন উহার প্রশ্নই তোমাতে কমই মাথা তোলা দেয়।; - দেখিও রিপুকে আয়ত্ত করা কত সহজ !
---চলার সাথী (শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র)
No comments:
Post a Comment