সিদ্ধির পথ
পারি -না ভাবা বা পারায় সন্দেহ কাৰ্য্যত 'না '-পড়াকেই সৃষ্টি করে ;- পারে 'না 'বা সন্দেহকে তাড়িয়ে দাও -লেগে থাক,চেষ্টা কর ,সিদ্ধি সম্মুখেই তোমার !
'না ' -এর কুটুম্বিতায়
'না ' যাহার সহধর্মিনী ,'হয় -না ' যাহার শ্যালক ,সে যদি অভিনন্দিত হয় -দুর্দ্দশার সিংহাসন অটল থাকিবে সন্দেহ নাই !
কর্ম্মপটুতায় অনুপ্রাণতা
অনুপ্রাণতা যেখানে যত সহজ ও তরতরে - কর্ম্মপটুতা সেখানে তত স্বাভাবিক ও উদ্দাম !
সুখ
যাহাতে তোমরা being -টাকে (সত্তাকে সজীব ,উন্নত ও আনন্দিত করিয়া পারিপার্শ্বিক চারাইয়া সবাইকে উৎফুল্ল করিয়া তোলে - সুখ যদি বলিতে হয় - তাহাকেই বলা যাইতে পারে !
আলস্যে দারিদ্র্য
আলস্য,পারি না ,হয় -না বা পারা -যায় -না , এ -সব চিন্তা ও চলন হইতে সাবধান ও সতর্ক থাকিও , - কারন , ইহাই সহজেই বংশপরম্পরায় সংক্রামিত হয় এবং পারিপার্শ্বিক ইহাদের দ্বারা দুষ্ট হইয়া ওঠে ; - ফলে ,বংশ ,সমাজ ও দেশ মূঢ় ,মুহ্যমান ও অবসন্ন হইয়া বিশাল দরিদ্রতায় নিঃশেষ হইয়া যায় !
প্ৰয়োজনানুপূরণে
আলস্যকে প্রশ্রয় দিও না ,সেবা -তৎপর হও , সংবর্দ্ধনায় মানুষকে অভিনন্দিত কর ,-সাধ্যমত ,যেমন করিয়া পার অন্যের প্রয়োজনের অনুপূরক হও , - নিজে তুষ্ট ও তৃপ্ত থাকিয়া পরকে তুষ্ট ও তৃপ্ত কর ; - দেখিবে ,না চাহিলেও অর্থ ,ঐশ্বর্য্য তোমাতে অবাধ হইয়া থাকিবে ,দারিদ্রতা -দূরে দাঁড়াইয়া তোমাকে অভিবাদন করিবে !
বাঞ্চনায়
যদি বঞ্চনার প্রেম অটুট রাখিতে চাও ,তবে যাহা হইতে পাইয়া পুষ্ট হইতেছে ,তাহাকে পুষ্ট করার ধাক্কায় কেন কষ্ট পাইবে ?
দারিদ্রতার বন্ধু
আলস্য ,অবিশ্বাস ,আত্মম্ভরিতা ও অকৃতজ্ঞতার মতন বন্ধু বা মিত্র থাকিলে দরিদ্রতাকে আর খুঁজিতে হইবে না ;- এমন -কি ইহাদের যে কোন একটিও দারিদ্রতার এমন বন্ধু -ইহাদের কাহাকেও ছাড়িয়া যেন সে থাকিতে পারে না ,এমন ধন যদি তোমার অন্তরে বসবাস করে - দুঃখের অভাবের বালাইকে আর সহ্য করিতে হইবে না !
------চলার সাথী (শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র )
No comments:
Post a Comment