Friday, November 17, 2017
মা কালীকে জানুন
শিবের বুকের উপর উপবিষ্টা মায়ের সম্পকে বিভিন্ন মত আছে। কিন্তু ঠাকুর বললেন -- শিবের বুকের উপর দন্ডায়মানা কালী -এটা সৃষ্টিতত্বের প্রাথমিক পর্য্যায়ের একটা ইঙ্গিত। সাংখ্য মতানুসারে,পুরুষ অক্রিয় (শব ).প্রকৃতির সংস্পর্শে তিনি সক্রিয় হয়ে ওঠেন। তখন সৃষ্টি শুরু হয়। পুরুষ স্থিরধর্মী ,ইংরেজিতে বলে 'পজিটিভ ' : আর নারী চরধর্মী -নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভ মিলনের ফেলে সৃষ্টির সূচনা হয়। বৈদ্যুতিক বাতির ক্ষেত্রেও পজেটিভ ও নেগেটিভ একত্রে হওয়ার ফলে আলো জ্বলে।
Subscribe to:
Post Comments (Atom)
-
গণেশ বর্ননা : গণেশ অর্থাৎ গণ -ঈশ। 'গণ' সংখ্যাবাচি শব্দ। অনেকে বলে , গণ মানে জনগণ ,অর্থাৎ মানুষের সমষ্টি। কিন্তু শুধু মানুষ কেন ...
-
মহাদেবের বর্ণনা : মহাদেব বা শিব বলতেই আমাদের চিত্তজগতে একটি মূর্ত্তির উদয় হয় যিনি যোগাসনে উপবিষ্ট ,বাঘের ছাল পরিহিত ,ত্...
-
তান্ত্রিক উপাসনার মধ্যে পঞ্চমকার উপাসনার কথা আছে। এই পঞ্চমকার অর্থে : - ১) মৎস্য ,(২) মাংস ,(৩) মদ্য ,(৪) মুদ্রা ও (৫) মৈথুন বুঝায়। এই পা...
No comments:
Post a Comment