আজকাল একটা সুর প্রায়ই শোনা যায় ,-" হিন্দু সমাজ নারীর প্রতি অত্যাচারের কোনো প্রতিবিধান করে না। অত্যাচারী পুরুষের সাত খুন মাপ। কিন্তু ধর্ষিতা বা ব্যভিচারিণী নারীর সমাজে স্থান হয় না। তাহারা বাধ্য হইয়া সমাজ -বহির্ভূতা হয় ও পংকিল জীবন যাপন করে। ইহার কারন হিন্দু শাস্ত্রীয় বিধান। '' যথাযোগ্য প্রায়শ্চিত্তের মধ্য দিয়া যে পদঙ্খলিতা নারীকে স্বামী -গৃহেই আশ্রয় দিতে হইবে ,স্মৃতির মধ্যে সে বিধানের অভাব নাই এবং সত্য সত্য কি করা হইত তাহার প্রমান এই অহল্যার উপাখ্যান। যে নারী ঋষিপত্নী হইয়াও কামবেশে ব্যভিচার করিতে পারেন ,তিনিই যদি যথোপযুক্ত প্রায়শ্চিত্তের মধ্য দিয়া দেহ -মনে বিশুদ্ধা হন এবং মহাপুরুষ বা পুরুষোত্তমের সান্নিধ্য পান তাহা হইলে প্রাতঃস্মরণীয় দেবী হইতে পারেন। অহল্যার মধ্য দিয়ে রামায়নকার ইহাই দেখাইছেন।
---- অহল্যার উপাখ্যান
No comments:
Post a Comment