Pages

Sunday, November 19, 2017

পরনিন্দা

পরনিন্দা  : 

   যে  তোমার কাছে অন্যের নিন্দা করছে নিন্দারই জন্য ,-নিরাকরনে নয়কো , সে তোমার নিন্দাও এমনি করেই অন্যের কাছেও কিন্তু , - ওর ই ভিতর -দিয়ে কিছু বাগিয়ে নিতে ; মানুষই সে ঐ রকমের , - নজর রেখো , সাবধান থেকো ,সায় দিও  না ,পার তো অন্যকেও সাবধান করা। 

মানুষ তোমার সম্বন্ধেই হোক ,বা অন্যের সম্বন্ধেই হোক,আড়ালে যা বলে বা করে -তোমার বা তার প্রতি তার মানসিক ভাব ও তেমনতর ,অন্ততঃপক্ষে তখন পৰ্যন্ত ,আর যারা অন্যের চর্চ্চা তোমার কাছে করে -তার অসাক্ষাতে -নিরোধ ও করে না ,নিয়ন্ত্রন করে না। অথচ নাম ও  বলতে চায় না বা বলেও কেউ ,-বুঝে নিও ,-তোমার প্রতি তার অনুরাগের চাইতে যার বিষয়ে বলছে তার প্রতি বীতরাগ -সম্পন্ন সমাধিক ,ব্যবহার করতে চায় তোমাকে তার বিরুদ্ধ হয়তো , --বাজিয়ে বুঝে চলো। 

দেখছ -যখনই কেউ কাউকে দোষারোপ করছে ,নিন্দা করে বেড়াচ্ছে ,-কোন হেতুর ধার না ধেয়ে ,তার বাহ্যিক বা অভ্যন্তরীন বাস্তব অবস্হা সমন্ধে ওয়াকিব হওয়ার তোয়াক্কা না রেখে ,-জেক নিন্দা করে বেড়াচ্ছে -সহজভাবে তার অবস্হার কথা জিজ্ঞাসা করারও ফুরসুত হয়নি তার ,- অযৌক্তিক চরিত্রের খোলাসা পরে হাত নেড়ে বাক্যের সমারোহ -সজ্জা নিয়ে কায়দায় লোক ভেড়াতে চাচ্ছে ---হয় নিজের পক্ষে ,ঠিক বুজবে ,সেখানে এর অন্তরালে আছে -হয় কামিনী ,নয় কাঞ্চন ,নয় হীনমন্যতা ,কিংবা এ তিনেরই সংমিশ্ৰিন -যার ফলে ,সে স্বতঃই একটা অলীক ভাঁওতা সৃষ্টি করছে -জেক নিন্দা করছে সে তার অন্তরায় ভেবে ; ওই নিন্দাটা হচ্ছে ,নিজেকে লুকিয়ে চলার একটা সাবধানী চালবাজী অভিব্যক্তি ;একটু নাড়া দিলেই ঠিক পাবে। 

                                                                                       ---------শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র

No comments:

Post a Comment